শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১১ জানুয়ারী ২০২৫ ১৬ : ৫৩Sampurna Chakraborty
সম্পূর্ণা চক্রবর্তী: ডার্বিকে কেন্দ্র করে কোনও উন্মাদনা নেই গুয়াহাটিতে। কিন্তু প্রায় হাজার কিলোমিটার দূরে কলকাতায় বসে যেন সেই আঁচ পাচ্ছেন ডগলাস সিলভা। গলায় সেই উচ্ছ্বাস, উন্মাদনা ধরা পড়ল। যা হয়তো বর্তমান ফুটবলারদের মধ্যেও পাওয়া যাবে না। ব্যারেটো, ডগলাসদের কাছে ডার্বির মাহাত্ম্য বরাবরই আলাদা। এই একটা ম্যাচ খেলার জন্য তাঁরা অপেক্ষা করে থাকত। চোটমুক্ত হয়ে মাঠে নামতে বেশ কয়েকবার ইঞ্জেকশন নিয়েও খেলেছেন। কিন্তু বর্তমান ফুটবলারদের মধ্যে সেই আবেগ নেই। নেই সেই দায়বদ্ধতাও। ডার্বি তাঁদের কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। এই বিষয়টা মেনে নিতে পারছেন না ডগলাস। দুই প্রধানেই খেলেছেন। কিন্তু মনে-প্রাণে ইস্টবেঙ্গল। কোনওদিন ডার্বি হারেননি। চান মাঠে নেমে দলের স্বার্থে প্রাণপাত করে দিক ফুটবলাররা। ডগলাস বলেন, 'আত্মত্যাগের ডার্বি হওয়া উচিত ইস্টবেঙ্গল ফুটবলারদের। শেষ কয়েক বছর ধরে দেখছি ফুটবলাররা ইস্টবেঙ্গলের জার্সির ওজন বোঝে না। ডার্বির আগে আমাদেরও চোট লাগত। কিন্তু আমরা ডার্বি খেলার আপ্রাণ চেষ্টা করতাম। কিন্তু এখনকার ফুটবলারদের মধ্যে আমি সেই তাগিদ, দায়বদ্ধতা দেখি না। পা ভাঙার পর আমি ইঞ্জেকশন নিয়েও খেলেছি। কিন্তু এখনকার প্লেয়াররা ডার্বি নিয়ে ভাবেই না। পরে একদিন এর মাহাত্ম্য বুঝতে পারবে। তখন আফশোস হবে।'
আনোয়ার আলির না থাকা যে মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ সেটা বুঝতে ফুটবল পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। তবে লাল হলুদের দুই বিদেশি ডিফেন্ডারের পারফরম্যান্সে চূড়ান্ত হতাশ ডগলাস। তাঁদের মান নিয়ে প্রশ্ন তুলে দিলেন। ডগলাস বলেন, 'আনোয়ার আলির না থাকা মোহনবাগানের কাছে বড় অ্যাডভান্টেজ। দু'জন সেন্টারব্যাক হেক্টর এবং হিজাজি মন্থর। কিছুটা নরমও। বিদেশিদের মতো খেলে না। ভারতীয় ফুটবলারদের সঙ্গে দুই বিদেশি স্টপারের মানে কোনও পার্থক্য নেই। এটা শুধু আমি বলছি না, অনেকেই বলে। এরকম হলে বিদেশিদের বদলে ভারতীয় ফুটবলারদের নিয়েই খেলা উচিত। দলের ডিফেন্ডারদের আত্মবিশ্বাস তলানিতে। তাই আনোয়ারের না থাকা খুব বড় ক্ষতি।'
খাতায় কলমে মোহনবাগান যে এগিয়ে সেটা অস্বীকার করার জায়গা নেই। হোসে মোলিনার দলকে রোখা যে একপ্রকার অসম্ভব, সেটাও কথাবার্তায় বুঝিয়ে দিলেন। আইএসএলের প্রথম ডার্বিতে জিতেছিল মোহনবাগান। তবে এবার জিততে না পারলেও, ম্যাচ হারা চলবে না। ডার্বির প্রাক্কালে ফুটবলারদের উদ্দেশে বার্তা ইস্টবেঙ্গলের প্রাক্তনীর। ডগলাস বলেন, 'মোহনবাগান অনেকটাই এগিয়ে। তবে কোচের স্ট্র্যাটেজির ওপর অনেক কিছু নির্ভর করবে। না জিততে পারলেও, ডার্বি হারা যাবে না। প্রয়োজনে ডিফেন্সিভ গেম খেলুক। ম্যান মার্কিং করতে হবে। যারা গোল করছে তাঁদের নয়, যারা সাপ্লাই করছে তাঁদের। মোহনবাগানের মাঝমাঠ খুব ভাল। ডিফেন্ডাররা গোল করছে। সংগঠিত দল। তবে এটা ডার্বি। যা সবসময় ৫০-৫০। আমাদের অতীত ভুলে এগিয়ে যেতে হবে। কে একনম্বরে আছে, কে লিগের শেষদিকে আছে, তাতে কিছু যায় আসে না। একটা মুহূর্ত পার্থক্য গড়ে দিতে পারে।' মস্তিষ্ক বলছে মোহনবাগান, হৃদয় বলছে ইস্টবেঙ্গল। তবে বাস্তবের মাটিতে পা ডগলাসের। বলছেন, ডার্বি ড্র করতে পারলে, সেটাই হবে ইস্টবেঙ্গলের নৈতিক জয়।
#Douglas Silva#Kolkata Derby#East Bengal#Mohun Bagan#ISL
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
গুয়াহাটি ডার্বিতে ১০ জনের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান, জঘন্য রেফারিংয়ে পেনাল্টি থেকে বঞ্চিত লাল-হলুদ...
জাতীয় দলে ফিরলেন সামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার ...
আইএসএলে অঘটন মহমেডানের, বেঙ্গালুরুকে হারিয়ে ডার্বির আগেই মোহনবাগানের সুবিধা করে দিল কলকাতার প্রধান...
লড়লেন একা চ্যাপম্যান, নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল শ্রীলঙ্কা ...
গত বছর টেস্ট থেকে অবসর নিয়েছিলেন, এবার কাউন্টিতে নামতে পারেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ...
সিডনিতে মাইলফলক ছুঁতে না পেরে হতাশ স্মিথ, কী বললেন? ...
ভাঙলেন ব্যাট, একটুর জন্য গুরুতর আহত হওয়ার হাত থেকে বাঁচলেন ওয়ার্নার...
ইনস্টাগ্রামে রহস্যময় ছবি পোস্ট, ভক্তদের চিন্তায় ফেলে দিলেন জাদেজা...
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, নাম লেখালেন এই তালিকায়...
ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...
বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...
দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...
পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...
ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...